ঢাকাTuesday , 18 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

সামান্য পুঁজির ব্যবসায় লক্ষ টাকা আয়

Link Copied!

পাঠানো তথ্য ও ভিডিওতে বিস্তারিত।

নামিদামী কোন প্রতিষ্ঠানে চাকরি করেন না, প্রতিষ্ঠিত কোন ব্যবসায়ীও নন, সড়কের পাশে বসে লাইট রিপিয়ার করে প্রতি মাসে আয় করেন দেড় লাখ টাকার বেশি। পুঁজি বলতে ছোট্ট একটি টং দোকান আর সেখানে বসে নষ্ট এনার্জি লাইট ঠিক করে বিক্রি করা; বলছিলাম ৩৮ বছর বয়সী হারুণের কথা। যেন তার কাজে মুগ্ধ সবাই তার এই হাতের জাদুতে নগরীর দূর দুরান্ত থেকে বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের নষ্ট হওয়া লাইট ঠিক করতে এবং পুরাতন মেরামত করা লাইট কিনতে আসেন হারুণের কাছে। বিশ বছর যাবৎ হারুণ ইলেক্টিক্যাল কাজের সাথে জড়িত। এনার্জি লাইট বাজারে আসার পর থেকে হারুণ অর রশীদের এই ব্যবসা। অবিশ্বাস্য হলেও সত্য, তার পুঁজি একটি রাংতা ঝালাই মেশিন, প্লাস ও চুরি কাটানোর যন্ত্র আর এই ব্যবসা করে সফল হারুন। বর্তমানে এই ব্যবসা থেকে মাসে আয় দেড় লাখ টাকারও বেশি। দম নেওয়ার ফুসরত নেই বললে চলে। একটি পুরাতন নষ্ট লাইট রিপিয়ারিং করতে সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট। ২০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা এমনটি হাজার টাকা দিয়েও লাইট মেরামত করেন হারুণ এভাবেই গড়ে প্রতিদিন আড়াইশ থেকে তিনশ লাইট মেরামত করে ৪ থেকে ৫ হাজার টাকা আয় করেন তিনি। তবে হারুণের ভাষ্যমতে উপার্জন প্রতিদিন এক রকম হয় না কোনদিন ৩ হাজার তো আবার কোনদিন ৬ হাজারের বেশীও ইনকাম হয়।

মানুষের কাছে আমার কাজ ভালো লাগে তাই মানুষ দূর দূরান্ত থেকে লাইট ঠিক করতে আসে। আমিও কমদামে লাইট ঠিক করে দিই জানিয়ে হারুণ জানান,

………শট ১, হারুন অর রশীদ, এনার্জী লাইট মেকানিক।

সিংক ১, ক্রেতা।
সিংক ২, ক্রেতা।

ওনার কাজ ভালো আর দামেও কম তাই ওনার কাছে একটি এলইডি লাইট সারাতে এসেছি জানিয়ে হারুণের দোকানে আসা এক ক্রেতা বলেন,

জীবন সংগ্রামের প্রথমটা তেমন ভালো ছিলোনা হারুনের। পুজি বাট্টা দিয়ে ডেকোরেশনের ব্যবসা শুরু করলেও তেমন সুবিধা করতে পারেননি সেই ব্যবসায়। নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাটের মোড়ে মসজিদ মার্কেটের সামনে ফুটপাতে ভাসমান হারুনের এই দোকান, থাকেন ডবলমুরিং থানার রংগী পাড়াতে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।