ঢাকাWednesday , 19 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

চা দোকানি হাছানের স্বপ্ন ‘বিসিএস

Link Copied!

চা পাতা বলেই কি স্বপ্ন দেখতে বারণ? কেনইবা দেখবেনা? এসএসসি ও এইচএসসি’র গন্ডি পেরিয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে যে এইখানে হাছান। হাছান চা বিক্রি করে ফুটপাতে, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম কলেজে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার স্বপ্ন বিসিএস পাশ করে রাষ্ট্রের একজন ক্যাডার হওয়া। কিন্তু পরিবারের টানাপোড়েনেও হার মানেনি রুবেল।

আপস ভয়েস।।।।

ভাই বোনের মধ্যে বড় হওয়ায় দায়িত্বও তার ঘাঁড়ে বেশি। চালাতে হয় পুরো পরিবার। কোনো প্রাইভেট কোম্পানিতে দশ হাজার টাকা বেতনে চাকরি না করে বেছে নিয়েছেন ফুটপাতে চা বিক্রি। এতে পরিবারের ভরনপোষণসহ নিজের লেখাপড়ার খরচের যোগান দেন। সকালে কলেজ করার পর বিকাল থেকে বেচাবিক্রি শুরু করেন নিজের দোকানে।

নিজের স্বপ্নের কথা জানিয়ে আপডেট টিভির সাথে আলাপকালে হাছান বলেন,

সট:
হাছান, ফুটপাতে চা বিক্রেতা।

হাছানকে দীর্ঘ ৫ বছর যাবত চিনি, এই দোকান করে সে তার নিজের পড়ালেখার খরচ ও নিজ পরিবারের সংসারের খরচও বহন করে জানিয়ে হাসানের দোকানে চা খেতে আসা এই ক্রেতা জানান,

সিংক, ০১,,,,ক্রেতা।
সিংক, ০২,,,,,ক্রেতা।
সিংক, ০৩, ক্রেতা।

চট্টগ্রামের দেওয়ানহাটে ফুটপাতে পাঁচ বছর ধরে ব্যবসা করছে হাছান রুবেল। কলেজ শিক্ষার্থী হওয়া স্বত্তেও চা বিক্রির সময় বিন্দুমাত্র তাকে বিচলিত হতে দেখা যায়নি। আচার ব্যবহারেও পড়েনি অভদ্রতার ছাপ। যদিও চা বিক্রি নিয়ে বন্ধুবান্ধবদের আপত্তি থাকলেও কখনও নিজের কর্মকে ছোট করে দেখেননি হাছান রুবেল। কলেজ জীবনে বন্ধু বান্ধবের কাছে মোহাম্মদ হাছান মাহমুদ নামে পরিচিত। তবে ব্যবসা প্রতিষ্ঠানে তাকে রুবেল নামে সবাই চিনে। তার পাশ্ববর্তী দোকানিরাও জানেন হাছান রুবেল কলেজে পড়ুয়া ছাত্র। তার এমন কর্মকাণ্ডে খুশি তারা। তারা আশাবাদী সমাজে শিক্ষিত বেকারদের জন্য তার এই অভাবনীয় কর্ম অনুপ্রেরণা যোগাবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।