ঢাকাWednesday , 19 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

ভোটের সময় পরিবেশ ভালো থাকে না, কেন্দ্র দখল হয় : নুরুল হুদা

Link Copied!

দেশে ভোটের সময় পরিবেশ ভালো থাকে না, কেন্দ্র দখল হয়। এছাড়া ভোট ডাকাতি হয় বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

বুধবার সকালে আগামী নির্বাচন সামনে রেখে সাবেক সিইসি ও নির্বাচন কমিশনারদের সঙ্গে কমিশনের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হুদা বলেন, স্বাভাবিক নির্বাচনের চেয়ে ইভিএম ব্যবহার করে নির্বাচনী সংস্কৃতি পরিবর্তন করার সুযোগ রয়েছে।তবে সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় করতে হবে।   প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে দাঁড়াতে দেয়া হয় না বলেই প্রশ্ন ওঠে রাতের ভোট নিয়ে। যদিও তিনি আর অতীত ঘাটতে চান না।

সুষ্ঠু নির্বাচনে ভোটার, নির্বাচনী কর্মকর্তারা ও জয়ী প্রার্থীরা ইভিএম নিয়ে কোনো আপত্তি করেনি। যারা ইভিএম দেখেনি, ব্যবহার করেনি, তাদের পক্ষে ইভিএম বোঝা অনেক কঠিন। সুতরাং যত দূর পারা যায়, আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা উচিত।

জাতীয় নির্বাচন ইভিএম ব্যবহার করার পক্ষে সমর্থন জানিয়ে নুরুল হুদা বলেন, নির্বাচনে যেখানে ইভিএম ছিল, সেখানে ৭০ থেকে ৮০ শতাংশ লোক ভোট দিয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।