ঢাকাThursday , 20 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড

এনআইডি স্বরাষ্ট্রের অধীনে গেলে আমরা ভোটার কার্ড দেব : ইসি আলমগীর

Link Copied!

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, এনআইডির ভিত্তিতে ইসি নির্বাচন করে না, ইসি নির্বাচন করে ভোটার তালিকার ভিত্তিতে। তাই এনআইডি অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সরকার নিয়ে নিলে আমরা ভোটার কার্ড দেব।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও এ নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ইসি বলেন, এনআইডি চলে গেলে ইসির কোনো ক্ষতি হবে না।এনআইডি এক জিনিস, ভোটার কার্ড এক জিনিস। এনআইডি চলে গেলেও ভোটর সার্ভার দেওয়ার কোনো সুযোগ নেই। সংস্থাটির মতে এটি তাদের নিজস্ব সম্পদ। তবে তথ্য শেয়ার করতে পারি।এনআইডি স্বরাষ্ট্রে চলে গেলে তারা তথ্য ব্যবহার করতে চাইলে দেওয়া হবে।

 

সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, এনআইডির জন্য নতুন আইন হচ্ছে। এটি পাস হলেই এনআইডি নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে এবং জন্মের পরপরই নাগরিককে এনআইডি দেওয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।