বিশ্বকাপ শুরু হয়ে গেছে ১৬ অক্টোবর থেকে। যদিও বলা হচ্ছে, মূল বিশ্বকাপ শুরু হবে ২২ অক্টোবর থেকে। তার আগেই কয়েকটি দলের জন্য দুঃসংবাদ। ইনজুরির কারণে ছিটকে গেছে তিন দেশের চারজন ক্রিকেটার।
আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি ইনজুরি আক্রান্ত ওই চার ক্রিকেটারের বদলি হিসেবে অন্য চারজনের নাম অনুমোদন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি।
ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার দু’জন। তারা হলেন দুষ্মন্তে চামিরা এবং দানুস্কা গুনাথিলাকা। এই দু’জনের পরিবর্তে দলে নেয়া হয়েছে কাসুন রাজিথা এবং আশেনা বান্দারাকে।
ইংল্যান্ডের পেসার রিসি টপলি ছিটকে যাওয়ায় তার জায়গায় এলেন টাইমাল মিলস। সংযুক্ত আরব আমিরাতের একজন ছিটকে গেছেন ইনজুরিতে পড়ে। তিনি হলেন জাওয়ার ফরিদ। তার জায়গায় এলেন ফাহাদ নাওয়াজ।
সোমবার ব্রিসবেনে অনুশীলনের সময় বাঁ-পায়ের গোড়ালি ঘুরে গিয়েছিল রিসি টপলির। ইংল্যান্ডের পেস বোলারের গোড়ালিতে তীব্র ব্যথা তৈরি হয়। চোট লাগায় সোমবার পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হয় তাকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য দ্য হান্ড্রেড প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন টপলি; কিন্তু সেই প্রতিযোগিতাটাও খেলা হল না তার। তার জায়গায় এলেন টাইমাল মিলস। অস্ট্রেলিয়াতেই রয়েছেন মিলস। সেখান থেকেই যোগ দেবেন দলের সঙ্গে।
ইংল্যান্ডের হয়ে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে টাইমাল মিলসের। নিয়েছেন ১২টি উইকেট। এ বছর মাত্র চারটি টি-টোয়েন্টি ম্যাচে দেশের জার্সিতে খেলেছেন তিনি। সেই চার ম্যাচে তার সংগ্রহ মাত্র দু’টি উইকেট।
প্রথম রাউন্ডের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে বল করার সময় পায়ের পেশিতে চোট পান পেসার চামিরা দুষ্মন্তে। আর বল করতে পারেননি তিনি। সঙ্গে সঙ্গে সাজঘরে চলে যান তিনি। পরে তার চোট পরীক্ষা করলে দেখা যায়, পায়ের পেশি ছিঁড়ে গেছে। চলতি বিশ্বকাপে আর খেলতে পারবেন না তিনি। ব্যাটার গুনাথিলাকার হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। তিনিও এই বিশ্বকাপে খেলতে পারবেন না।
চামিরার জায়গায় দলে আসা কাসুন রাজিথা দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দুই বছর আগে। ১০ ম্যাচে তার সংগ্রহ ১০ উইকেট। চারিথা এখন রয়েছেন শ্রীলঙ্কায়। সেখান থেকেই তিনি যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ায় গিয়ে যোগ দেবেন দলের সঙ্গে।
গুনাথিলাকার জায়গায় আসা বান্দারা দেশের হয়ে মাত্র চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। গত বছর অভিষেক হয় তরুণ ব্যাটারের। এ বছর দেশের হয়ে কোনো ম্যাচই খেলেননি তিনি। বান্দারা রিজার্ভ দলের সদস্য হিসেবে দলের সঙ্গে অস্ট্রেলিয়াতেই রয়েছেন।
আরব আমিরাতের জাওয়ার ফরিদের বাম পায়ে ফ্রাকচার দেখা দেয়। তার পরিবর্তে দলের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকা ফাহাদ নওয়াজকেই দলভূক্ত করে নেয়া হয়।