রাজশাহী বিভাগীয় হকি ক্রীড়া টিম ও রাজশাহী শিক্ষা বোর্ড হকি টিম কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাটোরের যুব হকি টিম । এ উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় নাটোর যুব হকি টিম ম্যানেজার কামাল উদ্দিন মাষ্টারের নেতৃত্বে জেলা প্রশাসক শামীম আহমেদ স্যার কে ফুলের তরা দিয়ে শুভেচ্ছা জানান নাটোর যুব হকি টিম খেলোয়াড়রা। এসময়ে জেলা প্রশাসক শামীম আহমেদ প্রতিটা খেলোয়াড়, কোচ সহ সকল কে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরন করে নেন।
পরে জেলা প্রশাসক শামীম আহমেদ স্যার এর সাথে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম আহমেদ পক্ষ হকি খেলোয়াড়দের সকল ধরনের সহযোগিতা এবং হতদরিদ্র খেলোয়াড়দের আর্থিক সহযোগিতার জন্য করার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, নাটোর যুব হকি টিমের কোচ উজির আলী সহ গনমাধ্যম কর্মী ও যুব হকি চ্যাম্পিয়ন টিমের খেলোয়াড়রা।
গত ১৮ তারিখ মঙ্গলবার রাজশাহী শিক্ষা বোর্ড ও ১৯ তারিখ বুধবার রাজশাহী বিভাগীয় হকি ক্রীড়া সংস্থা কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এখন নাটোর যুব হকি টিম ঢাকায় খেলবেন বলে জানান ম্যানেজার কামাল উদ্দিন মাষ্টার।