যশোর কালেক্টরেট স্কুলে ছয় মাসব্যাপী আর্ট ওয়ার্কশপ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। বিকেলে ওয়ার্কশপে অংশ গ্রহনকারী ৮৬ শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। তিনি শিক্ষার্থীদের বলেন, শুধু প্রশিক্ষণ নিলে হবে না। বেশি বেশি করে চর্চা করে আরো ভাল করতে হবে। যাতে করে সাফল্য আসে। তবেই প্রশিক্ষণ নেয়াটা তোমাদের সার্থক হবে। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, চিত্রকর, ভাস্কর ও ভাষা শিল্পী মোজাই জীবন সফরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক, শাহাজান কবীর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, নবকিশোলয়ের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানা প্রমুখ। আলোচনা শেষ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।