ঢাকাSaturday , 22 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

ইতালি পেল প্রথম নারী প্রধানমন্ত্রী, মুসোলিনির পর প্রথম ডানপন্থীদের জয়

Link Copied!

জর্জিয়া মেলোনি, ইতালির রাজনীতিতে একজন ডানপন্থী নেত্রী হিসেবে পরিচিত। এবার তার নেতৃত্বাধীন জোটই দেশটির জাতীয় নির্বাচনে জয় পেয়েছে। শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয় জর্জিয়ার। ৪৫ বছর বয়সি জর্জিয়াই আবার সেদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীও হলেন।

পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতেএই প্রথম কট্টর ডানপন্থী কোনও দল সরকার গঠন করল। 

ইতালিতে গত সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয়। বুথ ফেরত সমীক্ষা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে জর্জিয়া জিততে চলেছেন। সেই মতো এবার তিনি সরকার গঠন করলেন।এই জয়ের ফলে ইউরোপের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় বদল আসল বলে মনে করা হচ্ছে। কারণ গত মাসেই সুইডেনেও কট্টর ডানপন্থী দল সরকার গঠন করেছিল। আর এবার সেই একই ঘটনা ঘটল ইতালিতেও।

 

জর্জিয়ার ‘ব্রাদারস অব ইতালি’ পার্টি নির্বাচনে জোট বাঁধে ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিয়ো বারলুসকোনির ‘ফোরজা ইতালিয়া’ এবং মাতেও সালভিনির দলের সঙ্গে।

জয়ী জোটের নেত্রী হিসেবে জর্জিয়াকে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানোর জন্য আহ্বান জানান সেদেশের প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা। আজ শনিবার জর্জিয়ার ক্যাবিনেটের মন্ত্রীরা শপথ নেবেন বলে জানা গেছে। নির্বাচনী ফলাফল বলছে, সেনেটে ১১৪টি আসন জিতেছে জর্জিয়ার নেতৃত্বাধীন জোট। ইতালিয়ান সেনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১০৪টি আসন। 

এদিকে, জর্জিয়া নিজে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষপাতী নন।

এই আবহে ইতালির পালা বদলে ইউরোপীয় ইউনিয়ন আরও এক সদস্য হারায় কি না, সেদিকে নজর অনেকেরই। 

প্রসঙ্গত, ইতালি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা দেশ। এদিকে ইউরো অঞ্চলে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালি। তবে কোভিডের জেরে আপাতত ইতালির মাথার উপর দেশের জিডিপির ১৫০ শতাংশ সমতূল্য ঋণের বোঝা রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসিআল জাজিরারয়টার্স

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।