আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইল পালিত হলো নিরাপদ সড়ক দিবস।
শনিবার(২২অক্টোবর)সকাল ১০ টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ সড়ক দিবস টি পালিত হয়। রানু কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড.আতাউল গনি,সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনছারী,পৌর মেয়র সিরাজুল ইসলাম আলমগীর, বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি,বিআরটি এ কর্মকর্তা, টাঙ্গাইল জেলা সেবক সংগঠনের সভাপতি খাইরুল খন্দকার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন সহ সংগঠনের নেতৃবৃন্দ, ভলানটিয়ার ফর বাংলাদেশ এর সভাপতি আশিকুর রহমান সহ, সরকারি বেসরকারি,বিভিন্ন প্রতিষ্ঠানদ্বয়ের কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি ড.আতাউল গনি বলেন, আজকে জাতীয় নিরাপদ সড়ক দিবস সরকার ঘোষিত এই দিবসটি কে যথাযথ মর্যাদায় লালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক, যারা এই কর্মসূচি তে অংশ গ্রহণ করেছে সকলেরই দায়িত্ব আমরা নিরাপদ সড়ক জনগণ কে সচেতন করার জন্য সরকারের কর্মসূচির মধ্যে আমাদেরকেও জনগণকে সচেতন করার জন্য চেষ্টা করবো।
তিনি আরো বলেন ২২ অক্টোবর কে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। নানা আয়োজনের মধ্যে দিয়ে ২০১৭ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে।