জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নিসহ ৫/৬ জন নেতাকর্মী হামলার শিকার হয়ে আহত হয়েছেন। এ সময় তাদের ব্যবহৃত একটি ঢাকা মেট্টো-১১-০৭৫৫ জিপ গাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। শনিবার বিকাল ৪টা দিকে খুলনা খালিশপুর রেলগেট এলাকায় হামলার ঘটনা ঘটে।
ইফতেখার সেলিম অগ্নি জানান, সমাবেশ শেষে খুলনা থেকে যশোরে ফেরার সময় খালিশপুর রেল গেট সংলগ্ন এলাকায় পৌঁছুলে ১৫/১৬ জনের একদল যুবক লাঠিসোঠা নিয়ে তাদের উপর হামলা করে। এ সয়ম জিপ গাড়িটি ভাঙচুরসহ আমাকে ও জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল করিম, ছাত্রদল নেতা ইমাম হাসান লিটু, মণিরামপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শোভনসহ ৫/৬জন গুরুতর আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে যশোর ও মণিরামপুর পৌঁছান।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।