:শনিবার বিকেলে যশোর-খুলনা মহাসড়কে মোটরসাইকেলের সাথে ধাক্কায় একটি বাস পুড়ে গেছে। এ সময় মোটরসাইকেল চালক বিজিবি সদস্য (আইডি নং-৯০৯৩৬১৮) সিপাহী মেহেদী হাসান নিহত হন। তার কর্মস্থল চুয়াডাঙ্গায়। তিনি খুলনার সোনাডাঙ্গা থানার বয়রা এলাকার হাবিবুর রহমানের পুত্র।
রূপদিয়া বাজারস্থ গোপালপুর গেট নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হানিফ পরিবহনের (ঢাকা মেট্টো ব-১৫-২৯৭০) একটি খালি বাসের সাথে বিপরীতমূখী একটি মোটরসাইকেলের ধাক্কার পর বাসটি আগুনে পুড়ে ভস্মীভূত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাসের চালক দ্রুত গতিতে বাস চালিয়ে যাওয়ার সময় নিহত বিজিবি সদস্যের মোটরসাইকেল বাসের সামনে ধাক্কা খেয়ে আটকে গিয়ে প্রায় আধা কিলোমিটার টেনেহেঁচড়ে নিয়ে যায়। এ সময় মোটরসাইকেলটিতে আগুন লাগে। ওই আগুনেই বাসটি পুড়ে যায়। সে সময় চালক ও হেলপার দ্রুত পরিবহন থেকে নেমে পালিয়ে যায়। এ সময় যশোর-খুলনা মহাসড়কে অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জানাগেছে, নিহত বিজিবি সদস্য দুই দিনের ছুটি শেষে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। নিহতের মরদেহ ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
এ বিষয়ে কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, বাসের সাথে ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার সংবাদ জানতে পেরেছি। নিহত ব্যক্তি একজন বিজিবি সদস্য। বাসটিও আগুনে পুড়ে গেছে।