: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২৬ বোতল বিদেশি মদসহ ১ নারীকে আটক করেছে। আটক নারীর নাম পারভিন খাতুন (৩০)। তিনি যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের হাদিস আলীর স্ত্রী।
বেনাপোল পোর্ট থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বেনাপোল এলাকা থেকে পারভিন খাতুনকে ২৬ বোতল বিদেশী মদসহ আটক করা হয়। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, ২৬ বোতল বিদেশী মদসহ এক নারীকে আটক ও তার বিরুদ্ধে মামলা হয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।