বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়ন সভাপতি এম. আইউবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সহসভাপতি কাজী রকিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, সিনিয়র সদস্য মোস্তফা রুহুল কুদ্দুস, শেখ আব্দুল্লাহ হুসাইন, বিএম আসাদ প্রমুখ।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, বর্তমান কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এমএ আর মশিউর ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সরকার সাংবাদিকদের কন্ঠরোধে নানা কালাকানুন করছে। ২৯ সরকারি প্রতিষ্ঠানে সাংবাদিকদের তথ্য সংগ্রহে অন্তরায় সৃষ্টির লক্ষ্যে সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করা হয়েছে। একই সাথে প্রেস কাউন্সিল নীতিমালা সংশোধন করা হচ্ছে।