ঢাকাMonday , 24 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তথ্য আদান-প্রদানে ৩২ কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব

Link Copied!

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তথ্য আদান-প্রদানের জন্য ৩২ কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

এতে বলা হয়েছে, ‘ঘূর্ণিঝড় সিত্রাং থেকে উদ্ভূত দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে ঘূর্ণিঝড় কবলিত জেলাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানের জন্য এ মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্রে (এনডিআরসিসি) নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হলো। ’

এতে জানানো হয়, আগামী ২৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত তারা শিডিউল অনুযায়ী দায়িত্ব পালন করবেন তারা।কর্মকর্তা-কর্মচারীরা ডিউটি রোস্টার অনুযায়ী মন্ত্রণালয়ের এনডিআরসিসিতে দায়িত্ব পালন করবেন এবং এ সময়ে ঘটমান ঘূর্ণিঝড়ের তথ্য সংগ্রহ করে এনডিআরসিসির সংশ্লিষ্ট রেজিস্টারে লিপিবদ্ধ করবেন ও সচিব বরাবর প্রতিবেদন দাখিল করবেন। এনডিআরসিসির কর্মকর্তা-কর্মচারীরা আগের মতো যথারীতি দায়িত্ব পালন করবেন’,- বলা হয়েছে অফিস আদেশে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।