ঢাকাMonday , 24 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নৌ সদর থানায় ৩৭ টি মামলা আটক ১৫৬ জন

Link Copied!

চাঁদপুরে ৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নৌ সদর থানায় ৩৭ টি মামলা আটক ১৫৬ জন

 

মোঃ জাভেদ হোসেনঃ ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নৌ সদর থানায় ৩৭ টি মামলা আটক ১৫৬ জন, পলাতক ২১ জন,অজ্ঞাত ৪৫ জন,মোবাইল কোর্টে মাধ্যমে সাজা ১৩৮ জন, ২ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯৭ মিটার কারেন্ট জাল, সুতার জাল ২২ হাজার ১শত মিটার, মা ইলিশ ১১৯৬ কেজি ৫০০ গ্রাম, কাঠের নৌকা ৯৬ টি আটকে খবর চাঁদপুর নৌ পুলিশ সুত্রে জানায়।

চাঁদপুর জেলা নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান নিদ্যেশে নৌ সদর থানা অফিসার্স ইনচার্জ কামরুজ্জামান এর নেতৃত্বে ৭ অক্টোবর থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপি অভিযান চলে।

আটককৃত কারেন্ট জালো গুলো সকলের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনস্ট করে ও মা ইলিশ কিছু স্থানীয় এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করে। বড় সাইজের ইলিশ সরকারি ক্লোডষ্টোরে জমা দিয়ে দেওয়া হয়।

এই বিষয়ে চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘ইলিশের উৎপাদন বাড়াতে মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপি অভিযান চলবে। এ সময় ইলিশ ধরা, পরিবহণ, মজুত ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুরের পদ্মা-মেঘনা নৌ-সীমানায় অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সেজন্য নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।