চাঁদপুর ডিএনসি অভিযানে ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ী আটক
মোঃ জাভেদ হোসেনঃ চাঁদপুর ডিএনসি অভিযানে ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ী আটক হওয়ার খবর পাওয়া গেছে।
চাঁদপুর ডিএনসি অফিস সুত্রে জানায়, সহকারী পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে গতন২৩ অক্টোবর রবিবার রাত ১১ টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় মিলি বেগম প্রঃ রিমা (৩০), পিতা-মোঃ কামাল খান, স্বামী মোঃ বেল্লাল খান স্থায়ী সাং-মিঠাপুর (খান বাড়ী), বাহাদুরপুর ইউপি, ০১নং ওয়ার্ড থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর। নতুন ঠিকানা- ০৮নং রেলগেট, জয়নাল মার্কেট (শাহার বাড়ী), থানা-উত্তর খান, জেলা-ঢাকা।
মোঃ মামুনুর রহমান (৩৮), পিতা-মৃত মজিবর রহমান, মাতা-মৃত নাসিমা বেগম, স্থায়ী সাং-দক্ষিণ চর কুমারিয়া (মোল্লা বাড়ী), থানা-শখিপুর, জেলা-শরীয়তপুর উভয় কে ৬০০(ছয়শত) পিস ইয়াবাসহ আটক করা হয়।
এই বিষয়ে উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।