মিয়ানমারের কাচিন প্রদেশে বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক নির্বাসিত সাংবাদিক। স্থানীয় সংবাদমাধ্যম কাচিন নিউজের বরাতে এ তথ্য জানিয়েছেন তিনি। এছাড়া চীনা সংবাদমাধ্যম সিজিটিএনের খবরে এই হামলার কথা জানানো হয়েছে।
বর্তমানে স্পেন বসবাসকারী মিয়ানমারের সাংবাদিক মরাট কিয়াও থু সোমবার (২৪ অক্টোবর) তার ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, রোববার রাতে হপাকান্ত শহরে বিমান হামলায় বেশ কয়েকজন জনপ্রিয় কাচিন সংগীতশিল্পী এবং কাচিন ইন্ডিপেনডেন্ট আর্মির (কেআইএ) সৈন্যসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। হতাহতরা কাচিন ইনডিপেনডেন্স অর্গানাইজেশনের (কেআইও) একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে আরেক টুইটে তিনি জানান, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে। এর সংখ্যা আরও বাড়তে পারে। তবে এ বিষয়ে কেআইও’র পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
At least 30 people including famous Kachin local artists and KIA soldiers were killed last night in Hpakant Township by #Myanmar military airstrike. Those who have been killed were present at the rehearsal for the 62nd of Kachin Independence Organisation.
— Mratt Kyaw Thu (@mrattkthu) October 24, 2022
সিজিটিএনের খবরে বলা হয়েছে, মিয়ানমারের হপাকান্ত শহরে একটি সঙ্গীত উত্সবে রোববার বিমান হামলা চালানো হয়েছে। এতে অনেক শিল্পী ও উত্সবকর্মীসহ ৩০ জনের বেশি নিহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম কাচিন নিউজ জানিয়েছে, এদিন কেআইও’র ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কনসার্টের প্রস্তুতি চলাকালে জেটবিমান হামলায় বিপুল সংখ্যক লোক হতাহত হয়েছেন।
সেখানকার এক বাসিন্দা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার রাত সাড়ে ৮টার দিকে কনসার্টে বিমান হামলা চালানো হয়। তিনটি সামরিক বিমান এই হামলায় অংশ নিয়েছিল।নিহতদের মধ্যে কাচিন গায়ক অরালি গান গাওয়ার সময় বোমা হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান। কাচিন শিল্পী সমিতির আরও অনেক সদস্য এসময় আহত হয়েছেন।