প্রতিবছরের মতো পাবলিক স্পিকিং চ্যালেঞ্জ-২০২২ এর আয়োজন করে ইয়ুথ একাডেমি বাংলাদেশ। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রায় অর্ধশতাধিক পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির দপ্তর সম্পাদক ও সোসাইটির কৃতী বিতার্কিক সমাজকর্ম বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী, সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ হাসান আসিফ।
একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয় জবির আসিফ।
বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর ইএমকে সেন্টারে “ব্যবসা, পুঁজিবাদ ও নীতি” বইটির বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন উপলক্ষে প্রেনিউর ল্যাব কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়৷ এসময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বইটির লেখক মি. টম জি. পালমার।
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে “ব্যবসা, পুঁজিবাদ ও নীতি” বইয়ের সম্পাদক টম.জি পালমার, প্রিনিয়ার ল্যাব, ইয়ুথ একাডেমি বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।