ঢাকাThursday , 27 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর চেয়ারে বসেই প্রশ্নবাণে জর্জরিত ঋষি, যেভাবে সামলালেন নিজেকে

Link Copied!

দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক টালমাটাল অবস্থার মধ্যেই ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন এশিয়ান-ব্রিটিশ ঋষি সুনাক। দায়িত্ব গ্রহণের মাত্র দেড় মাসের মাথায় লিজ ট্রাসের পদত্যাগের পর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মসনদে বসেন দেশটির ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ এই প্রধানমন্ত্রী।

দায়িত্বগ্রহণের এক দিনের মাথায় বুধবার দেশটির আইনপ্রণেতাদের প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হয়েছিলেন ৪২ বছরের ঋষি সুনাক। এসময় পার্লামেন্টেআগামী দিনে তাকে যে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তা টের পেলেন ঋষি সুনাক।

 

পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বের শুরুতে তাকে অভিনন্দন জানান বিরোধী দল লেবার পার্টির নেতা কায়ার স্টার্মার। তিনি বলেন, প্রথম এশীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে সুনাকের নির্বাচন সবাইকে এই কথা মনে করিয়ে দিচ্ছে যে ব্রিটেনে সমস্ত জাতি, সমস্ত বর্ণের মানুষ তাদের স্বপ্ন সত্যি করে তুলতে পারেন। ব্রিটেন এ জন্য গর্বিত।

সুনাককে অভিনন্দন জানিয়েই একের পর এক প্রশ্ন ছুড়ে দেন স্টার্মার। প্রথম দিকে সুনাককে খানিকটা উদ্বিগ্ন মনে হলেও ধীরে ধীরে পরিস্থিতি সামলে নেন। তিনি এ দিন পার্লামেন্টে বিরোধীদের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন ঠাণ্ডা মাথায়।

শুরুতেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে সুয়েলা ব্রেভারম্যানকে পুনর্নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন স্টার্মার।

সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাস মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে যে সুয়েলা সম্প্রতি সরে গিয়েছিলেন, ক্ষমতায় এসেই তাকে পুনর্নিয়োগ করেছেন সুনাক। ভিসা নীতি নিয়ে বিতর্কিত মন্তব্য, মন্ত্রিসভার নিয়ম ভেঙে অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ নথি নিজের হেফাজতে রাখা-সহ একাধিক অভিযোগ উঠেছিল সুয়েলার বিরুদ্ধে। 

এ প্রসঙ্গে সুনাকের জবাব, সুয়েলা সিদ্ধান্তগত কিছু ভুল করেছিলেন। তিনি ক্ষমা চেয়েছেন। সুনাক তাকে ক্ষমা করেছেন।

পাশাপাশি সুনাক এও বলেন, আগামী দিনে সন্ত্রাস, ডাকাতি, অপরাধের বিরুদ্ধে লড়বেন সুয়েলা। ব্রিটেনের রাস্তায় আরও ১৫ হাজার পুলিশকর্মীকে নিয়োগ করা হবে। পার্লামেন্টে উপস্থিত সুয়েলা মাথা নেড়ে সুনাকের জবাবে সম্মতি জানান। 

স্টার্মারের আরও অভিযোগ, সুনাক সামনে এক, আর আড়ালে অন্য কথা বলেন। এই প্রসঙ্গে নির্বাচনের সময়ে সুনাকের একটি ভিডিও ক্লিপিংয়ের উল্লেখ করেন স্টার্মার। যেখানে কেন্টের এক সভায় সুনাক বলছেন, তিনি গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য অনুন্নত শহুরে এলাকার জন্য বরাদ্দ অর্থ সরিয়ে রেখেছিলেন।

এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন সুনাকও। তিনি বলেন, স্টার্মার মূলত উত্তর লন্ডনের অভিজাত এলাকাতেই ঘোরাফেরা করেন। দক্ষিণের গ্রামীণ এলাকা, উপকূলীয় অঞ্চলেও যে বহু পিছিয়ে পড়া মানুষ বাস করেন তা তার জানা উচিত।

থামেননি স্টার্মার। মাসখানেক আগে সুনাকের স্ত্রীর বিরুদ্ধে কর-ফাঁকির যে অভিযোগ উঠেছিল সেই প্রসঙ্গ ফের তোলেন তিনি। সর্বোপরি বলেন, বারবার নেতৃত্ব বদলেই প্রকাশ, কনজারভেটিভ দল সরকার সামলাতে ব্যর্থ। ফের নির্বাচন হওয়া উচিত।

পার্লামেন্টে এই প্রশ্নোত্তর পর্ব সামলে নিয়ে সুনাক এ দিন তার অর্থনৈতিক পরিকল্পনার প্রথম আভাস দিয়েছেন। তার অর্থমন্ত্রী জেরেমি হান্ট জানিয়েছেন, ৩১ অক্টোবরের বদলে ১৭ নভেম্বর তারা বাজেট পেশ করবেন। পূর্ণাঙ্গ বাজেট। তার আগে সুদ কমানো নিয়ে সিদ্ধান্ত জানাবে ব্যাংক অব লন্ডন।

সুনাক জানিয়েছেন, আগামী দিনে দেশে আর্থিক স্থিতাবস্থা ফেরানো এবং মানুষের আস্থা অর্জন করাই তার লক্ষ্য। তার জন্য কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। সূত্র: আল জাজিরাইউরো নিউজনিউ ইয়র্ক টাইমসভ্যানগার্ড 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।