“বজ্রের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন, হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই। ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর 2022 ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল 10 টায় ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ওয়াল্ড কন্সার্ন বাংলাদেশ সিসিডিবি, সিপিআর বি,যৌথ সহযোগিতায় এক বর্ণাঢ্য রেলি ফুলবাড়িয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে ফুলবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয়। রেলি শেষে উক্ত প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জনাব মোহাম্মদ নাহিদুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব জেমস বিশ্বাস এপি ম্যানেজার ফুলবাড়িয়া এপি এবং প্রোগ্রাম অফিসার বৃন্দ।
উপস্থিত অতিথিবৃন্দ স্বাগত বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠান সার্বিক দিক পরিচালনা করেন জনাব মো আনোয়ার হোসাইন, সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি ও শিক্ষার্থীসহ প্রায় তিন শতাধিক লোক উপস্থিত ছিলেন।