ঢাকাFriday , 28 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

মতলবে মায়ের কাপড়ে ফাঁসি দিয়ে মেয়ের আত্মহত্যা

Link Copied!

মতলবে মায়ের পরনে কাপড় গলায় দিয়ে এক মেয়ে আত্মহত্যা করেছে এ ঘটনাটি ঘটেছে পৌরসভার ৩ নং ওয়ার্ডের দশপাড়া হাসান বেপারীর বাড়ীতে ।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায় গত ৮ মাস আগে একই গ্রামের নাঈমকে ভালবেসে বিয়ে করেন মতলব উত্তর উপজেলার হাজীপুর গ্রামের মোস্তফা মৃধার মেয়ে সুবর্না আক্তার (১৯) প্রথমে পারিবারিক ভাবে এ বিয়ে মেনে না নিলেও পরবর্তীতে মেনে নেন উভয় পরিবার ।

সুবর্ণা আক্তারের মা – বাবা মতলব পৌরসভার দশপাড়া এলাকায় হাসান বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন মা অসুস্থ হওয়ায় তাকে দেখতে আসেন সুবর্ণা আক্তার ।

গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া সেরে মায়ের পাশের রুমে ঘুমিয়ে পরে সুবর্না । সকালে তার মা নামাজ পরতে উঠে মেয়েকে ডাকতে দিয়ে তার রুমে গিয়ে ঘরের আড়ার সাথে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । তখন মায়ের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে থানায় খবর দিলে এসআই মোস্তফা সঙ্গীয় ফোর্স ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর প্রেরন করেন । মেয়ের মা জানান আমার স্বামী ও মেয়ে সুবর্না মানসিক রোগী ছিলেন শীতকাল আসলে তারা অসুস্থ হয়ে পরেন।
পরে তার মৃতদেহ গ্রামের বাড়ী হাজীপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । এ বিষয়ে মতলব দক্ষিন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
এই সপ্তাহের পাঠকপ্রিয়