মতলবে মায়ের পরনে কাপড় গলায় দিয়ে এক মেয়ে আত্মহত্যা করেছে এ ঘটনাটি ঘটেছে পৌরসভার ৩ নং ওয়ার্ডের দশপাড়া হাসান বেপারীর বাড়ীতে ।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায় গত ৮ মাস আগে একই গ্রামের নাঈমকে ভালবেসে বিয়ে করেন মতলব উত্তর উপজেলার হাজীপুর গ্রামের মোস্তফা মৃধার মেয়ে সুবর্না আক্তার (১৯) প্রথমে পারিবারিক ভাবে এ বিয়ে মেনে না নিলেও পরবর্তীতে মেনে নেন উভয় পরিবার ।
সুবর্ণা আক্তারের মা – বাবা মতলব পৌরসভার দশপাড়া এলাকায় হাসান বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন মা অসুস্থ হওয়ায় তাকে দেখতে আসেন সুবর্ণা আক্তার ।
গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া সেরে মায়ের পাশের রুমে ঘুমিয়ে পরে সুবর্না । সকালে তার মা নামাজ পরতে উঠে মেয়েকে ডাকতে দিয়ে তার রুমে গিয়ে ঘরের আড়ার সাথে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । তখন মায়ের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে থানায় খবর দিলে এসআই মোস্তফা সঙ্গীয় ফোর্স ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর প্রেরন করেন । মেয়ের মা জানান আমার স্বামী ও মেয়ে সুবর্না মানসিক রোগী ছিলেন শীতকাল আসলে তারা অসুস্থ হয়ে পরেন।
পরে তার মৃতদেহ গ্রামের বাড়ী হাজীপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । এ বিষয়ে মতলব দক্ষিন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।