ঢাকাFriday , 28 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড

মতলব উত্তর উপজেলার ভাইগারচক গ্রামের দীপু প্রধানের বসত ঘর আগুনে পুড়ে ভস্মীভূত

Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ভাইগাচক গ্রামের মরহুম নুরুল হক প্রধানের ছেলে ব্যবসায়ী মোঃ দীপু প্রধানের বসত ঘর আগুনে পুড়ে ভস্মীভূত। সরজমিনে জানা যায়, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে গত ২৪ অক্টোবর সকাল থেকে মতলব উত্তরে বিদ্যুৎ সংযোগ লাইন বন্ধ করা হয়, ঐ লাইন প্রায় ৮২ ঘন্টা অতিবাহিত হওয়ার পর গত কাল ২৭ অক্টোবর পল্লী বিদ্যুৎ এর লোকজন বিকাল তিন টায় লাইন চালু করে দেওয়ার পর দুই তিন মিনিট যেতে না যেতেই বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে আগুন লেগে পুরো ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার পর মতলব ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্হলে আসে। ঘরের মালিক দীপু প্রধান বাড়িতে ছিল না , তার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তার পুড়ে যাওয়া ঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজ পত্র পুড়ে গিয়ে ক্ষতি গ্রস্ত হয় আনুমানিক দশ লক্ষ্য টাকা। আগুনে পুড়ে পরিবারের সর্বস্ব শেষ হয়েছে বলে জানান এলাকা বাসি। তিনি একটি ঘর তৈরী করে দেওয়া ও আর্থিক সাহায্য পাওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড,সামছুল আলম মোহন ও চাঁদপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড, নুরুল আমিন রুহুল এমপির দৃষ্টি আকর্ষণ করছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।