ঢাকাSaturday , 29 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

রংপুর; আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থায়

Link Copied!

রংপুরে বিএনপি’র গণসমাবেশকে ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে নগরীর দেওয়ানবাড়ি রোডে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সতর্ক অবস্থানে দেখা গেছে আওয়ামী লীগের নেতা-কমীদের। কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি’র বিভাগীয় গণসমাবেশ ঘিরে এই সতর্ক অবস্থা।

শনিবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে দেখা গেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনেকেই বসে রয়েছেন।কেউ পায়চারি করছেন। কেউ কেউ আবার দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিএনপির সমাবেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সর্বশেষ অবস্থার খোঁজ খবর নিচ্ছেন।  যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন।

 

মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের সাথে কথা হলে তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী।বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করলে কোনো ক্ষতি নেই। কিন্তু সমাবেশের নামে কোনো বিশৃঙ্খলা করা হলে কোনোভাবেই বিএনপিকে ছাড় দেয়া হবে না।  প্রতিহত করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।