ঢাকাSunday , 30 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

বাগদাদের পরপর দুই বিস্ফোরণে নিহত ১০

Link Copied!

ইরাকের রাজধানী বাগদাদে পূর্বাঞ্চলে দু’টি বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

গতকাল শনিবার বাগদাদের পূর্বাঞ্চলে এ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে। তবে বাগদাদের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ঘটনাটি সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কযুক্ত নয়।

বাগদাদের পূর্বে অবস্থিত ক্যাফে ও ফুটবল স্টেডিয়ামের কাছে একটি গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানকার গাড়ির সাথে সংযুক্ত বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। পরে কাছাকাছি থাকা একটি গ্যাস ট্যাংকারে আরেকটি বিস্ফোরণ ঘটে।

নিহতদের অধিকাংশই পার্শ্ববর্তী স্টেডিয়ামে ফুটবল খেলা অপেশাদার খেলোয়াড়।

একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব বাগদাদের একটি গ্যারেজে গ্যাস ট্যাংকার বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। তবে এর বেশি আরও বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি ওই বিবৃতিতে।

সূত্র: আল-জাজিরা

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।