ঢাকাSunday , 30 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

মা ইলিশ রক্ষায় নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ২২ দিনের সফলতা

Link Copied!

 

সাড়ে ৬ কোটি মিটার কারেন্ট জাল ৪১ টি নৌকা ও ৯৭৬ কেজি মা ইলিশ জব্দ!! ৮৮ জেলে আটক

সরকার ঘোষিত নিষিদ্ধকালীন সময় জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২৪ ঘণ্টাই নদীতে অভিযান চালিয়ে ২২ দিনের অভিযান সফল ভাবে শেষ করলো চাঁদপুর হাইমচরের নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি।

৩০ অক্টোবর বরিবার সন্ধ্যায় নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হোসেন সরকার দৈনিক চাঁদপুর সংবাদের সাংবাদিকের সাথে আলাপকালে জানান, সরকার ঘোষিত নিষিদ্ধকালীন সময় জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ২৪ ঘন্টাই নদীতে অভিযান করেছে।

২২ দিনের এই অভিযানে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ৮৮ জন জেলেকে ইলিশ নিধনের দায়ে আটক করা হয়েছে। এসময় ৬ কোটি ৪৯ মিটার কারেন্ট জাল ও সুতার জাল জব্দ করা হয়। কয়েক লক্ষ কারেন্ট জাল মামলার আলামত হিসেবে কোর্টে প্রেরন করে বাকী জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়। গত ২২ দিনে ৪১ টি ইঞ্জিন চালিত নৌকা, এবং ৯৭৬ কেজি মা ইলিশ জব্ধ করা হয়। মামলার আলামত হিসেবে কয়েকশ কেজি মা ইলিশ কোর্টে প্রেরন করে বাকী মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ মানুষের মাঝে বিতরন করা হয়। ৮৮ জন জেলের বিরুদ্ধে ১৭ টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ২ টি মোবাইল কোর্টে জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

মা ইলিশ রক্ষা অভিযান সফল করার জন্য আমাদের নৌ থানা পুলিশ এর পাশাপাশি অতিরিক্ত নৌ পুলিশ সুপার, ইনচার্জ, অতিরিক্ত নৌ পুলিশ ও কাজ করেছে। জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় ২৮ অক্টোবর পর্যন্ত আমারা চেষ্টা করেছি এই অভিযান সফল করতে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।