নতুন ভোটার করার লক্ষ্যে ছবি তোলা, আঙ্গুলের ছাপ নেয়া এবং নিবন্ধন (ডাটা এন্ট্রি) কার্যক্রম উপলক্ষে গতকাল ২৯ অক্টোবর হানারচর ইউনিয়ন পরিষদে ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে।
ছবি তোলার জন্য নির্দিষ্ট সময়ে বিপুল সংখ্যক ভোটার প্রত্যাশী মহিলা ও পুরুষ রেজিস্ট্রেশন কেন্দ্রে সমবেত হন।
ইউপি চেয়ারম্যান আঃ ছাত্তার রাঢ়ী জানান, সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মহিলা এবং দুপুর বারোটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পুরুষদের ছবি তোলা চলবে।
তিনি আরো বলেন আজকে যারা নতুন ভোটার হতে পেরে আনন্দিত হয়েছে তাদের সাথে আমরা সবাই ও খুব আনন্দিত।
নতুন ভোটারদের পরুষ ও মহিলা মিলে ৫৭০-৭৫ জন উপস্থিত ছিল। রেজিস্ট্রেশন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ছবি তোলা এবং ফিঙ্গারপ্রিন্ট নেয়ার কার্যক্রম চলেছে।
চেয়ারম্যান আঃ ছাত্তার রাঢ়ী জানান, আজ সকাল থেকে বিকাল পর্যন্ত এই ইউনিয়নে ছবি তোলার কার্যক্রম চলমান থাকবে। চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও হালনাগাদ ভোটার কার্যক্রম ২০২২ এর উপস্থিত ছিলেন। ছবি তোলা উপলক্ষে স্থানীয় থানা পুলিশ ও ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেছে।