ঢাকাMonday , 31 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের বাগাতিপাড়ায় ২০ শতক জমির ফুলকপি বিনষ্ট

Link Copied!

নাটোরের বাগাতিপাড়ায় সাদ্দাম হোসেন নামে এক কৃষকের ২০ শতক জমির শীতকালীন সবজি প্রায় ৭শ ফুলকপি কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে সোনাপুর হিজলী দীঘাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন ওই একই গ্রামের মোঃ ছবের আলীর ছেলে।

ক্ষতিগ্রস্থ কৃষক সাদ্দাম হোসেন জানান, চলতি শীতকালনি মৌসুমে প্রতিবেশীর কাছে থেকে ২০ শতক জমি লিজ নিয়ে আগাম ডন জাতের ফুলকপি চাষ করেন। ইতিমধ্যে ওই জমিতে ফুলকপি কাটার উপযুক্ত হওয়ায় । কিন্তু গত রাতে কে বা কারা জমির সব ফুল কপি কুচিকুচি করে কেটে ফেলে রেখে যায়। এতে তার তার প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা বলেন,যারা এই কাজ করেছে তাদের সনাক্ত করে তাদের আইনের আওতায় আনা উচিত।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, তিনি লোকমুখে ঘটনা শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।