চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামে এক শিশুর পানিতে পড়ে মৃত্যু হয়। ঘটনার বিবরনে জানা যায়,গত ২৯ অক্টোবর সকাল এগারটা ত্রিশ মিনিটের সময় সিপাই কান্দি গ্রামের সাবেক মেম্বার বীর মুক্তি যোদ্ধা গোলাম মাওলা নবীর নাতি, মোঃ আলীর ছেলে, মাতাঃ জোসনা বেগম তার একমাত্র আড়াই বছরের সন্তান জুনায়েদ পানিতে পড়ে মৃত্যু হয়। শিশু টির মা ও তার বোন শিশুটিকে নিয়ে বাড়ির সামনে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বেড়ীবাঁধের বাহিরে লাউ শাক উঠাতে যায়, এর ফাকে শিশু টি পানিতে পড়ে যায়, তার মা কাজ শেষ করে সন্তান কে খুঁজতে শুরু করে, পরে তার নজরে পরে শিশু টি ফিসারীর পানিতে পড়ে আছে। শিশু টির মার ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে শিশু টিকে মতলব দক্ষিণ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্মরত ডাক্তার শিশু টিকে মৃত ঘোষণা করেন। তার পর শিশু টির পরিবার তাকে এনে এলাকার সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন।