এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে যশোর সদরের হামিদপুর আল হেরা কলেজ। রোববার সকালে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ৩৬৫ জন পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সদরের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। অধ্যক্ষ মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হাকাম, পরিসংখ্যান বিভাগের প্রভাষক সোহেল রানা, বিদায়ী পরীক্ষার্থী মুজাহিদ হোসাইন, উম্মে আরিফা ও বিউটি ইসলাম। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন, গভর্নিংবডির সদস্য ইব্রাহিম হোসেন বাবু, শিক্ষক প্রতিনিধি বিধান চন্দ্র দত্ত, নাজমুল আরা আন্না প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ আলী।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।