ঢাকাMonday , 31 October 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যে কারণে চীনে আইফোন কারখানা ছেড়ে পালাচ্ছেন শ্রমিকরা

Link Copied!

চীনে আবারও বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ‘জিরো কোভিড’ নীতিমালা ও লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এতে আটকা পড়েছেন সাধারণ মানুষসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা। এরইমধ্যে অনেক শ্রমিক কারখানার বেড়া টপকে পালাতে শুরু করেছে।

সম্প্রতি চীনের স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি কারখানার অন্তত ১০ শ্রমিককে বেড়া টপকে পালিয়ে যাচ্ছে। ওই শ্রমিকরা অ্যাপলের জন্য চুক্তিভিত্তিকভাবে আইফোন উৎপাদন করত।

বিবিসি জানায়, কঠোর ‘জিরো কোভিড’ নীতিমালার কারণে চাংচোউ শহরে অবস্থিত ফক্সকনের কারখানাতেই আটকা পড়েছেন হাজারো শ্রমিক। কেবল আইফোন নির্মাণ কারখানার শ্রমিকরা নন, চীনের জনসাধারণ আর ব্যবসা প্রতিষ্ঠান– দু’পক্ষই বিপাকে পড়ছে।চাংচোউ শহরের কারখানায় এখন পর্যন্ত কতজন কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন সে তথ্য এখনও দেয়নি কোম্পানিটি। তবে, স্থানীয় সময় রবিবারেই তাইওয়ান ভিত্তিক কোম্পানিটি দাবি করেছে, শ্রমিকদের কেউ বেরিয়ে যেতে চাইলে তাদের আটকানোর চেষ্টা করা হবে না। সূত্র: বিবিসিদ্য গার্ডিয়ানসাউথ চায়না মর্নিং পোস্ট

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।