যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার শক্তিশালী জবাবের হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া মঙ্গলবার শক্তিশালী মহড়া চালিয়েছে। এই মহড়ায় দুই দেশের ২৪০টি যুদ্ধবিমান অংশ নেয়।
মহড়ার পর উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘শক্তিশালী ফলোআপ ব্যবস্থা গ্রহণ করা হবে।যুক্তরাষ্ট্র –দক্ষিণ কোরিয়ার মঙ্গলবারের মহড়াকে তিনি ‘নিরবচ্ছিন্ন এবং বেপরোয়া’ হিসেবে উল্লেখ করেছেন। সূত্র: আল জাজিরা
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।