চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ লাভলুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ফতেহপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মান্দাতলী গ্রামের ইটের রাস্তার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ভোরে এলাকাবাসী তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পারিবারিক ও এলাকাবাসীর সূত্রে জানা গেলো, ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ফতেপুর পশ্চিম ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সলিমুল্লাহ লাভলু মেম্বার। কে বা কারা রাতের অন্ধকারে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে যায় । লাশের নাক মুখ দিয়ে ফেনা যুক্ত লালা বের হয়। তার ডানকানের নিচে সামান্য আঘাতের চিহ্নও রয়েছে।
পারিবারিক সূত্রে আরো জানা গেলো, কয়েকদিন আগে বিএনপির এই নেতা হত্যার হুমকী দেয়া হয়। তার এই মৃত্যুর পিছনে রাজনৈতিক ও পারিবারিক কারণ রয়েছে বলেও জানান তারা।
মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ মহিনউদ্দিন জানান, বিএনপি নেতার মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পারিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।