হাইমচরে ৬নং চরভৈরবী ইউপি নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। এ নিয়ে ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মোঃ মামুন বেপারী মেম্বার প্রার্থী হয়ে জনগনের সেবা করার লক্ষে মাঠে নেমেছেন। আর সেই লক্ষ্যে তিনি মনোনয়ন পত্র উত্তলন করেন।
মোঃ মামুন বেপারী ৭নং ওয়ার্ডের ১৭শত নতুন ও পুরাতন ভোটারদের নিকট একমাত্র বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য হয়ে সকলের মন আকৃষ্ট করে সকলের হৃদয়ে অবস্থান করছেন।
ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের ভিবিন্ন প্রান্তে ঘুরে দেখা যায় সকল প্রার্থীদের মধ্যে মোঃ মামুন খান জনপ্রিয়তার শীর্ষে এবং তাকেই মেম্বার হিসেবে দেখতে চায় ৭নং ওয়ার্ডের জনগণ। অসহায়, নির্যাতিত, অবহেলিত মানুষদের পাশে সব সময়ই তিনি অবস্থান নিয়েছে। এছাড়া তিনি এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে মাদক-সন্ত্রাস-ইভটিজিং, বাল্যবিবাহের বিরুদ্ধে সব সময় সোচ্চার আছেন। তিনি ওয়ার্ডের মেম্বার হলে জনগণের মাঝে ভিজিভি কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, দুগ্ধ ভাতা, পঙ্গু ভাতা, জেলে কার্ড এ সকল দায়িত্ব সঠিক ও সুষ্ঠুভাবে বন্টন করবেন বলে জনগন বিশ্বাস করে। ওয়ার্ডের পুরাতন রাস্তাঘাট সংস্কার, নতুন রাস্তা নির্মাণ গাইড ওয়াল, ঘাটলা সহ এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করবেন বলেও মনেকরেন ভোটার গন। সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয় এবং সৎ হিসেবে ব্যাপক পরিচিত মোঃ মামুন বেপারীর প্রশংসা সবার মুখে মুখে।
এ বিষয়ে মেম্বার প্রার্থী মোঃ মামুন বেপারী জানান আমি ৬নং চরভৈরবী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি। আমি আমার ওয়ার্ডে শিক্ষার প্রসার ঘটাতে চাই, সামাজিক অবক্ষয় দূর করে শান্তিপূর্ণ একটি মডেল ওয়ার্ড হিসেবে পরিণত করার জন্য মাঠে নেমেছি। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন গ্রাম হবে শহর তা বাস্তবায়ন করার জন্য আমি কাজ করে যাব। আর ভোটারদের প্রতি দৃঢ বিশ্বাসী যে, সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবে। নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমি সবার দোয়া প্রত্যাশী।