ঢাকাThursday , 3 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড

মতলব উত্তরে মুন্সি আজিমউদ্দিন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সকলের নৈতিকতা শিক্ষা নিয়ে শিক্ষিত হতে হবে,,,,এবি মঈনউদ্দীন

Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের এনায়েত নগর গ্রামে অবস্থিত মুন্সি আজিমউদ্দিন কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠান ৩ নভেম্বর সকাল সাড়ে এগারোটার সময় কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন দ্বাদশ শ্রেণীর ছাত্র মোঃ আনিছুর রহমান। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন এর সভাপতিত্ত্বে, কলেজের প্রভাষক আলামিনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মুন্সি আজিমউদ্দিন কলেজ, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়, আবুল হোসেন উচ্চ বিদ্যালয়, হাজী মঈনউদ্দীন উচ্চ বিদ্যালয় ও নার্গিস কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব এবি মঈনউদ্দীন (টুনু হাজ্বী)। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সকলের নৈতিকতা শিক্ষা নিয়ে সুশিক্ষিায় শিক্ষিত হয়ে দেশ কে এগিয়ে নিতে হবে। তিনি আর ও বলেন, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের ছাত্র /ছাত্রীদের ১২ টি বছর যাবৎ বিনা বেতনে অধ্যায়ন করিয়েছি। বই পুস্তক, কাগজ কলম কিনে দিয়েছেন, এ ছাড়া তিনি সমাজের অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করেছেন, এমনকি উপজেলার অসংখ্য মসজিদ মাদ্রাসায় দান অনুদান করেছেন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কলেজের অভিভাবক সদস্য মোঃ দুলাল ঢালী, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মহন, হাজী মঈনউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, মমরুজ কান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু রাধেশ্যাম চন্দ্র দাস, দৈনিক ইত্তেফাক প্রত্রিকার মতলব উত্তর প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক শামসুজ্জামান ডলার, কলেজের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা, কলেজের প্রফেসর শরীফুল আলম, বিদায়ী শিক্ষার্থী তানিয়া আক্তার, কাজী জাবেদ, মান পত্র পাঠ করেন জান্নাতুল ফেরদাউস, সুমাইয়া আক্তার , স্বাগত বক্তব্য রাখেন মুন্সি আজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ মোঃ জসিমউদদীন প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব এবি মঈনউদ্দীনের সহধর্মিণী নার্গিস, সমাজ সেবক মহন সরকার সহ কলেজের প্রভাষক বৃন্দ, কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আকমল হোসেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।