ঢাকাFriday , 4 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে আওয়ামী লীগের জেল হত্যা দিবস পালিত

Link Copied!

যশোর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় জেল হত্যাকাণ্ড ঘটানো হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি বলেন, জাতির পিতাকে সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে ৩ নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়।

৩ নভেম্বর জেলা হত্যাদিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জহুর আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, মেহেদী হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সেতারা খাতুন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, উপপ্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, এসএম রবি সিদ্দিকী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব।

আলোচনা সভা সঞ্চলনা করেন উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাল তরফদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন আহমেদ, শেখ আতিকুর রহমান বাবু, ফারুক আহমেদ কচি, মারুফ হোসেন খোকনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ এর ৩ নভেম্বর খালেদ মোশাররফ পাল্টা অভ্যুত্থান ঘটানোর পরেই কেন্দ্রীয় কারাগারে এই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। জাতির পিতাকে সপরিবারে হত্যার মতো জাতীয় চার নেতা হত্যার পেছনেও জিয়াউর রহমান জড়িত। তার সুচারু পরিকল্পনায় এ হত্যাকা- ঘটানো হয়েছিলো। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে, এদিন সন্ধ্যায় দলীয় কার্যালয়ে শহর আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এসএম মাহামুদ হাসান বিপু, সহসভাপতি আজিজুল হক, রবিউল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক জকির হোসেন রাজিব, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রেহেনা আক্তার, জেলা যুবমহিলা লীগের সহসভাপতি ও যশোর পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলার নাসিমা আক্তার জলি, শহর আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান, জাহাঙ্গীর হোসেন লিপু, গোলাম রব্বানী প্রমুখ। সভা সঞ্চালনা করেন ইউসুফ সাইদ ।

এদিন সকালে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক জ্যো¯œা আরা মিলির সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মাজেদা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক লাইলা তাসনিম রানী, সাংগঠনিক সম্পাদক নাদিরা মিলা প্রমুখ।

সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের রেলস্টেশন সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ নুরে আলম মিলন। আরেক যুগ্ম আহবায়ক শেখ ইমামুল কবীরের সঞ্চলনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের নেতা রাফেদ রেজা রতন, প্রদীপ দাস, বাবুল আক্তার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, প্রচার সম্পাদক এম এইচ সোহাগ, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহাগ, শেখ মো. ইব্রাহীম, শাহাজাদা নেওয়াজ, নজরুল ইসলাম, পুলক ঘোষ, জুয়েল খান, আশরাফুল আলম, কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্ত খান, চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা বাবলু, লিমন হোসেন, দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম রেজা, কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক বাবর আলী বাবু, নরেন্দ্রপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।