যশোর সদরের আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা মার্কার প্রার্থী শাহারুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বুধবার সন্ধ্যায় ইভিএমে ভোটগ্রহণের পর রিটার্নিং কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারী তাকে বিজয়ী ঘোষণা করেন।
তিনি জানান, উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। নির্বাচনে নৌকার প্রার্থী শাহারুল ইসলাম ৯ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দী আনারস মার্কার প্রার্থী শহীদুজ্জামান শহীদ পাঁচ হাজার ৮৪ ও চশমা মার্কার প্রার্থী আসাদুজ্জামান খোকন তিন হাজার ১৮ ভোট পেয়েছেন।
নির্বাচনে ৩২ হাজার ৮শ’ ৫৪ ভোটারের মধ্যে ১৭ হাজার ৮শ’ ১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
গত কয়েক দিন ধরে প্রার্থী আর কর্মী সমর্থকদের মধ্যকার উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে প্রথমবারের মতো ইভিএমের এই নির্বাচন শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। অল্প সময়ের মধ্যে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ পাওয়াই ইউনিয়নবাসিও মহাখুশি। নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামই হাসলো বিজয়ের হাসি। জেলা আওয়ামী লীগের নেতৃত্বও ফেলেছে স্বস্তির নিশ^াস।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান বলেন, আরবপুর ইউনিয়নবাসীকে আমরা সুষ্ঠু, সুন্দর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৬টি কেন্দ্রে ৮৯টি বুথে ভোটারা ইভিএমে ভোট প্রদান করেছে। ‘
চলতি বছরের পহেলা জানুয়ারি নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য মীর আরশাদ আলী রহমান দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ৫ মাসের মাথায় গত ১৩ জুন তিনি মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে।