অর্থ মন্ত্রণালয়ে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে যশোরের একটি আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার যশোর সদরের তফসীডাঙ্গার গ্রামের অজিত কুমার দাসের ছেলে প্রকাশ কুমার এই মামলা করেছেন। মামলার আসামিরা হলো, মণিরামপুরের আ¤্রঝুটা গ্রামের বাসিন্দা বিজয় কুমার দাস ও তার স্ত্রী ববিতা রাণী এবং খুলনার খালিসপুরের হাউজিং এস্টেট এলাকার সুলতান আহম্মদের ছেলে সাইফুল্লাহ শফি। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল দুইজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি বিজয় কুমার ও ববিতা রাণী প্রকাশ কুমার দাসের নিকটাত্মীয়। বিজয় কুমার ও ববিতা রাণী তাকে জানায় অর্থ মন্ত্রণালয়ে অফিস সহকারী পদে নিয়োগ দেয়া হচ্ছে। মন্ত্রণালয়ে আসামি সাইফুল্লাহ শফির আত্মীয় উচ্চ পদে চাকরি করেন। বিজয় কুমার ও ববিতা রাণী তার মাধ্যমে অজিত কুমারকে অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী পদে চাকরি পাইয়ে দিতে পারবেন বলে ৫ লাখ টাকা দাবি করেন। আসামিদের প্রস্তাবে রাজী হয়ে উচ্চ সুদে ঋণসহ গরু ও ছাগল বিক্রি করে ২০১৯ সালের ১৪ জুন আসামিদের প্রথমে ২ লাখ টাকা দেন অজিত কুমার। এরপর আরো কয়েক কিস্তিতে তাদের আরও ৩ লাখ টাকা দেয়া হয়। ওই বছরের ১ জুলাইয়ের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে রাজস্ব খাতে অফিস সহকারী পদে নিয়োগ পাইয়ে দেয়া হবে বলে অজিতকে বলা হয়। কিন্তু টাকা নিয়েও তারা তাকে চাকরি দিতে পারেনি। টাকা ফেরত চাইলে আজ না কাল বলে ঘোরাতে থাকে। গত ২৮ অক্টোবর আসামি বিজয় ও তার স্ত্রীকে যশোররের এক আত্মীয়ের বাড়ি পেয়ে টাকা ফেরত চাইলে তারা দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এই মামলা করেছেন।