ঢাকাSaturday , 5 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

ইমরানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে যা বলল পাকিস্তান সেনাবাহিনী

Link Copied!

পাকিস্তানে লংমার্চ চলাকালে পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান। এ ঘটনায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জড়িত বলে অভিযোগ করেন ইমরান। তবে হত্যার ষড়যন্ত্রের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনীর বিরুদ্ধে বিশেষ করে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে পিটিআইয়ের চেয়ারম্যানের ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন অভিযোগ একেবারেই অগ্রহণযোগ্য।পাকিস্তান সেনাবাহিনী পেশাদার এবং সুশৃঙ্খল। আমাদের কর্মকর্তাদের ওপর ভিত্তিহীন অভিযোগগুলো অত্যন্ত দুঃখজনক এবং এটি তীব্র নিন্দাজনক। কাউকে দায়মুক্তিসহ প্রতিষ্ঠান বা সেনাদের মানহানি করতে দেয়া হবে না।

 

এদিকে, বন্দুকধারীর হামলায় আহত হওয়ার পর গতকাল শুক্রবার প্রথম জনসম্মুখে আসেন ইমরান।তিনি বলেন, ‘আমরা ইতিহাস থেকে শিখিনি। আমি যখন প্রথম মার্চে নেমেছিলাম, তখনই বলেছিলাম তারা আমাকে হত্যা করবে। আমি জাতির কাছে জানতে চাই, আমরা কী এভাবে থাকতে চাই নাকি আমরা আমাদের ভাগ্য বদল করে মুক্ত হতে চাই। সূত্র : জিও টিভি ও ডন

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।