নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বৈদ্যনাথ পুর গ্রামে নক্সাবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকতের মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর)দিন গত রাতে বৈদ্যনাথ পুর সবজি পাড়া গ্রামের তরিকতের জাকের আওহাছানের বাড়িতে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চর নরিনা পাক দরবার শরীফের পেশ ইমাম হযরত মৌলানা মোকাররম হোসেন সাহেব। এ সময় লালপুর, ঈশ্বরদী, বড়াইগ্রাম উপজেলার তরিকতের জাকেরবৃন্দ উপস্থিত ছিলেন।মাহফিল শেষে বিশেষ মোনাজাত করা হয়।
মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বৈদ্যনাথ পুর গ্রামে নক্সাবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকতের মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর)দিন গত রাতে বৈদ্যনাথ পুর সবজি পাড়া গ্রামের তরিকতের জাকের আওহাছানের বাড়িতে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চর নরিনা পাক দরবার শরীফের পেশ ইমাম হযরত মৌলানা মোকাররম হোসেন সাহেব। এ সময় লালপুর, ঈশ্বরদী, বড়াইগ্রাম উপজেলার তরিকতের জাকেরবৃন্দ উপস্থিত ছিলেন।মাহফিল শেষে বিশেষ মোনাজাত করা হয়।