রাশিয়ায় গভীর রাতে নৈশক্লাবে আগুন লেগে ১৫ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর ক্লাব থেকে ২৫০ জনকে সরিয়ে নেওয়া হয়। খবর মস্কো টাইমসের।
রাশিয়ার শহর কোস্ত্রোমা শহরের পলিগন ক্লাবে এ ঘটনা ঘটেছে।ক্লাবটি রাজধানী মস্কো থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
স্থানীয় সময় রাত ২টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত। এক ব্যক্তির বন্দুক থেকে আগুনের সূত্রপাত। সকাল সাড়ে ৭টায় আগুনে নেভাতে সক্ষম হয় কর্তৃপক্ষ।গভর্নর সের্গেই সিটনিকভ প্রথমে মৃতের সংখ্যা ১৩ বলে জানিয়েছিলেন। পরে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।