ঢাকাMonday , 7 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

মতলবে মাত্র ৫০ টাকার জন্য কিশোরকে মারধরের একদিন পর মৃত্যু

Link Copied!

মতলব দক্ষিনে মাত্র ৫০ টাকার জন্য এক কিশোরকে মারধরের একদিন পর ওই মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ কালীকাপুর গ্রামে ।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায় গত ৬ নভেম্বর মতলব দক্ষিন উপজেলা নারায়নপুর ইউনিয়নের দক্ষিন কালীপুর গ্রামের গাজীবাড়ীর বাচ্চু গাজীর ছেলে জুবায়ের (১৪) ছাগল নিয়ে ঘাষ খাওয়াতে যায় বাড়ীর পাশের খালপাড় ছাগল বেঁধে রেখে পানি খেতে যায় পাশের লক্ষীপুর গ্রামের ছামেদের বাড়ীতে তখন জুবায়ের পানি খেয়ে আসার সময় ওই স্থানে একটি ৫০ টাকার নোট পায় সে টাকা নিয়ে আসার সময় ছামেদের ছেলে লিটন তাকে ধরে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে মারধর করতে থাকে । তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে নারায়নপুর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দিয়ে বাড়ী নিয়ে যায় । পর দিন তার অবস্থা অবনতি হলে প্রথমে মত দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। চাঁদপুর নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়। পরে তার মৃত দেহ নিয়ে বাড়ী চলে যায় । জুবায়েরের মৃত্যুর ঘটনায় কালীকাপুর ও লক্ষীপুর দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে৷।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর প্রেরন করেন । এ ঘটনায় মতলব দক্ষিন থানায় মামলার প্রস্তুুতি চলছে ।

এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছি এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।