: কেশবপুরের হাসানপুর ইউনিয়ন পরিষদের মেম্বার বুলবুল হোসেনের বিরুদ্ধে রাস্তার সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, কেশবপুর উপজেলার হাসানপুর-বগা বাজার সড়কের দুই পাশে জেলা পরিষদের লাগানো ৪টি শিশু গাছ হাসানপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার বুলবুল হোসেন কেটে নিয়ে আওয়ালগাতী বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বিক্রির জন্য রেখে দিয়েছেন। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বিষয়টি জানার পর ওই গাছের কাঠ জব্দ করেছেন।
এ ব্যাপারে হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ বলেন, মেম্বার বুলবুল হোসেন রাস্তার সরকারি গাছ কেটে নিয়েছে বলে তিনি শুনেছেন। এ ব্যাপারে বুলবুল মেম্বার মোবাইল ফোনে জানান, গাছ আমি কেটে নিয়েছি। আপনারা যা পারেন তাই লেখেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।