বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ও নির্বাসখোলা ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নির্বাসখোলা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় দুটি ইউনিয়নে ৫১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আন্তন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক গিলবার্ট নির্মল বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন করেন সদস্য সচিব অধ্যাপক মৃনাল কান্তি দত্ত। উপস্থিত ছিলেন সুখদেব সরকার, প্রশান্ত বিশ্বাসসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। সম্মেলনের মাধ্যমে হাজিরবাগ ইউনিয়নে সভাপতি বাবলু মন্ডল, সাধারণ সম্পাদক তাপস দাস মঙ্গল ও নির্বাসখোলা ইউনিয়নে সভাপতি মিলন মন্ডল ও সম্পাদক রানা বিশ্বাস নির্বাচিত হয়েছেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।