ঢাকাTuesday , 8 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন জি-২০ সম্মেলনে আন্তর্জাতিক উত্তেজনার গভীর প্রভাব দেখছেন জোকো উইদোদো

Link Copied!

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, আসন্ন জি-২০ সম্মেলনকে আন্তর্জাতিক উত্তেজনা ম্লান করে দিতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন।

জোকো উইদোদো বলেন, আসন্ন সম্মেলনে পুতিন অংশ নিবেন বলে মনে হচ্ছে না। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামিট পরিত্যাগ গভীর প্রভাব ফেলবে।

সোমবার ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত ওই সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, সামিটে রাশিয়াকে স্বাগত জানানো হয়েছে। তবে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, খুবই উদ্বেগজনক পর্যায়ে থাকা আন্তর্জাতিক উত্তেজনা সম্মেলনকে ম্লান করে দিতে পারে। এ সময় তিনি বলেন, জি-২০ রাজনৈতিক ফোরাম নয়, এটা অর্থনৈতিক এবং উন্নয়ন ফোরাম।

গতমাসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, সামিটে অংশগ্রহণের বিষয়টি তিনি বিবেচনা করছেন।

সোমবার ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত ওই সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, সামিটে রাশিয়াকে স্বাগত জানানো হয়েছে। তবে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, খুবই উদ্বেগজনক পর্যায়ে থাকা আন্তর্জাতিক উত্তেজনা সম্মেলনকে ম্লান করে দিতে পারে। এ সময় তিনি বলেন, জি-২০ রাজনৈতিক ফোরাম নয়, এটা অর্থনৈতিক এবং উন্নয়ন ফোরাম।

গতমাসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, সামিটে অংশগ্রহণের বিষয়টি তিনি বিবেচনা করছেন।তবে তিনি উপস্থিত না হলেও রাশিয়ার উচ্চ প্রতিনিধি সামিটে অংশ নিবে বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন।

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জি-২০ সম্মেলন হবে আন্তর্জাতিক পরিসরের প্রথম কোনো বড় সম্মেলন। পশ্চিমা দেশগুলো সম্মেলনে রাশিয়াকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। তবে ইন্দোনেশিয়া পশ্চিমাদের দাবি প্রত্যাখান করে রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।