চাঁদপুর ডিএনসি অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ১মাদক ব্যবসায়ী আটক হওয়ার খবর পাওয়া গেছে।
চাঁদপুর ডিএনসি অফিস সুত্রে জানায়, সহকারী পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে গত ৭ নভেম্বর সোমবার রাত ৮ টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত পরিদর্শক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন খাজুরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী আব্দুল মোমেন (৩৮), পিতা-মৃত ফরিদ আহমদ, মাতা-ছালেহা বেগম প্ৰঃ পুতু, স্থায়ী সাং- ইউনুছখালী, জামাল পাড়া, ৩নং কালারমারছড়া ইউনিয়ন, ওয়ার্ড নং-০৩ থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার কে ২০০০(দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে।
এই বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।