চাঁদপুরের মতলব উত্তরে জাল টাকাসহ মো. ইমান প্রকাশ মহসিন (৪০) ও মো. সোহেল (৩৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের একটি দোকানে আভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। এ সময় আটককৃতের কাছ থেকে এক হাজার টাকার ৫ টি ও ৫শ টাকার ৮টি জাল নোট উদ্ধার করা হয়।
আটককৃত ইমন মুন্সিগঞ্জ থানার দক্ষিণ কেউয়ার গ্রামের মৃত কুব্বাত আলীর ছেলে। মো. সোহেল সিলেট সদর কোতয়ালী থানার ঘাসিটুলা গ্রামের একরাম আলীর ছেলে।
পুলিশ জানায়, আটককৃত ইমন একজন পেশাদার জালনোট কারবারী। তার বিরুদ্ধে ৩টি জালনোট সংক্রান্তে বিশেষ ক্ষমতা আইনে মামলা চলমান আছে।
মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, আসামীদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অবৈধ জাল টাকা কারবারীদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।