চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল বাজার থেকে জাল টাকা সহ দুইজন ব্যাক্তিকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত ০৭ নভেম্বর সন্ধ্যায় উপজেলার ষাটনল বাজারের ব্যবসায়ী আক্তার ও সফিকের দোকানে সদায় ক্রয় করার জন্য গেলে ঐ দুই ক্রেতা দোকানদারকে জাল টাকা প্রদান করলে দোকানদার ও অন্যান্য লোকের সহযোগিতায় আটক করে থানায় খবর দেওয়া হলে, থানা পুলিশের এসআই মোঃ মিজান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে দুই ব্যাক্তিকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়। গ্রেফতার কৃতরা হলো মুন্সীগজ্ঞের ইমন প্রকাশ মহসিন, প্রকাশ সুভন (৪০), সিলেটের সোহেল (৩৮)। জাল টাকা, ৫০০ টাকার নোট ৮টি ও ১০০ টাকার নোট ৫টি। গ্রেফতার কৃতদের ৮ নভেম্বর কোর্টে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মামলা রুজু করা হয়।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।