ঢাকাTuesday , 8 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে যুবক হত্যার অভিযোগে আদালতে মামলা

Link Copied!

: মণিরামপুরের সুজাতপুর গ্রামের রনি বিশ্বাস নামে এক যুবককে কীটনাশক মিশ্রিত কোমল পানিয় খাইয়ে হত্যার অভিযোগে কৃষ্ণ সরকারসহ অপরিচিত ২/৩ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার নিহত রনি বিশ্বাসের মা সঙ্গীতা বিশ্বাস বাদী হয়ে মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু অভিযোগের বিষয়ে থানায় কোনো মামলা হয়েছে কিনা, হলে প্রতিবেদনসহ ১৫ দিনের মধ্যে আদালতে জমা দেয়ার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু। আসামি কৃষ্ণ সরকার কেশবপুরের কালিচরণপুর গ্রামের প্রতাপ সরকারের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, রনি বিশ্বাস মণিরামপুর সুজাতপুর গ্রামের মিহির কান্তি বিশ্বাসের ছেলে। আসামি কৃষ্ণ সরকার তাদের পরিবারের পূর্ব পরিচিত। গত ২৯ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে কৃষ্ণ সরকারসহ অপরিচিত ২/৩ জন রনি বিশ্বাসের বাড়িতে আসে। এ সময় কৃষ্ণ সরকার কেক দেখিয়ে জন্মদিন পালন করবে বলে জানায়। এরপর জোরাজুরি করে রনি বিশ্বাসকে বাড়ি থেকে নিয়ে যায় কৃষ্ণ সরকারসহ অন্যরা। সন্ধ্যা পার হলেও রনি বিশ্বাস বাড়িতে ফিরে না আসায় তার মা ফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। রাত ৮টার দিকে সঙ্গীতা বিশ্বাস কয়েকজনকে সাথে নিয়ে ছেলের খোঁজে কৃষ্ণ সরকারের বাড়িতে যান। কৃষ্ণ সরকারকে বাড়ি পাওয়া যায়নি। এদিন কৃষ্ণ সরকারের জন্মদিন ছিলো না এবং বাড়িতে কোনো অনুষ্ঠানও হয়নি বলে পরিবারের লোকজন জানায়। রাত ১০টার দিকে রনি বিশ্বাস গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসে। তিনি এ সময় তার মাকে জানান, কৃষ্ণ সরকারসহ অন্যরা স্থানীয় আড়পাতার বিলের মাছের ঘেরে নিয়ে কীটনাশক মিশ্রিত কোমল পানিয় খাইয়ে দিয়েছে। এ কথা শুনে তাৎক্ষণিক গ্রাম্য ডাক্তার ডেকে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় রনিকে দ্রুত খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর দুপুর পৌঁনে ১টার দিকে রনি মারা যায়। এ ঘটনায় নিহত রনি বিশ্বাসের মা সঙ্গীতা বিশ্বাস মণিরামপুর থানায় মামলা করতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ না করায় তিনি আদালতের এ মামলা করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।