ঢাকাTuesday , 8 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে শার্শায় ৮১ স্বর্ণেরবার উদ্ধার, নারীসহ ৪ পাচারকারী আটক

Link Copied!

: যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে আলাদা তিন স্থান থেকে ৮১ পিস স্বর্ণেরবারসহ এক নারী ও তিন পুরুষ পাচারকারীকে আটক করেছে বিজিবি, কাস্টমস শুল্ক গোয়েন্দা ও শার্শা গোড়পাড়া ফাঁড়ি পুলিশ।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ২৫ গ্রাম। যার বাজার মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৭ হাজার টাকা।

সর্বশেষ সোমবার দুপুরে ভারতে পাচারের সময় যশোরের শার্শার গোড়পাড়া থেকে ৭ কেজি ২৫ গ্রাম ওজনের ৬২ পিস স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ।

দুপুর ২টার সময় গোড়পাড়ার আমতলা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো নাইম হোসেন ও আজহারুল ইসলাম। আটক আসামি দুইজনই শার্শা উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানায়। তবে এ বিষয়ে থানা পুলিশ আজ মঙ্গলবার যশোরে প্রেস বিফ্রিং করে বিস্তারিত তুলে ধরবেন বলে জানান শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে স্বর্ণের বড় এই চালানটি আটক করা হয়েছে বলে তিনি জানান।

অপরদিকে একইদিন সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৯টি স্বর্ণের বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা। সকালে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

আটক স্বর্ণ পাচারকারী সিদ্দিকুর রহমান বরগুনা জেলার বামনা থানার সিংড়াবুনিয়া গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, বেনাপোল চেকপোস্ট দিয়ে এক যাত্রী স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে, এমন গোপন খবরে, বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা ইমিগ্রেশন এলাকায় অবস্থান নেয়। এবং সন্দেহভাজন সিদ্দিকুর নামে ওই যাত্রী তার পাসপোর্টের সকল কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ৪৪ গ্রাম। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা।

আটক স্বর্ণসহ মামলা দিয়ে পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে রোববার রাতে ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে রতœা খাতুন (৩৪) নামে এক নারীকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ আটক করে বিজিবি সদস্যরা।

রাত ৯ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক রতœা খাতুন বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

এ বিষয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি গ্রামের আয়না খাতুনের কলা বাগানের মধ্যে ভারতে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রতœা খাতুন নামে সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়। এসময় নারী বিজিবি সদস্য দিয়ে তার দেহ তল্লাশি করে গোপন স্থানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ১ কেজি ১৬৬ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৮২ লাখ ৩৪ হাজার টাকা। আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ১৭ চালানে ২১ জন আসামিসহ সর্বমোট ৪০ কেজি ৪শ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য ২৮ কোটি ৯০ লাখ ৭৩ হাজার ৬৪৮ টাকা। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি), শার্শা থানা পুলিশসহ সীমান্তের প্রশাসনিক কর্মকর্তা সর্বদা তৎপর রয়েছে বলে জানান নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।