ঢাকাTuesday , 8 November 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে বর্ধিতসভায় চার জেলা আ.লীগ নেতৃবৃন্দ: জনসভা হবে জনসমুদ্র

Link Copied!

:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন ২৪ নভেম্বর যশোরের জনসভায় প্রমাণ হবে দেশে কারা থাকবে, বিএনপি জামায়াত না স্বাধীনতার পক্ষের শক্তি। তিনি বলেন ইনশাআল্লাহ আবার জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করবে। তিনি বলেন প্রায় আড়াই বছর পরে প্রকাশ্যে অনুষ্ঠিতব্য যশোরের এই জনসভা। এই জেলার মাটি আওয়ামী লীগের ঘাটি তা আবার প্রমাণ হবে।

তিনি বলেন আগামী নির্বাচনে যশোরসহ পাশর্^বর্তী জেলার সব আসনে শেখ হাসিনার মনোনিত প্রার্থীই জয়ী হবে।

সোমবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

২৪ নভেম্বর যশোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে অনুষ্ঠিত হয় এই সভা। বৃহত্তর যশোরের আওয়ামী লীগের এই সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, শেখ তন্ময় এমপি, পলীø উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, কাজী নাবিল আহমেদ এমপি, শেখ আফিল উদ্দিন এমপি, মেজর জেনারেল (অব:) ডা: নাসির উদ্দিন এমপি, রণজিৎ রায় এমপি, বীরেন শিকদার এমপি, আনোয়ারুল আজিম আনার এমপি, তাহজিব আলম সিদ্দিকী এমপি, খালেদা খানম এমপি, যশোর পৌরসভার বীর মুক্তিযোদ্ধা মেয়র হায়দার গনি খান পলাশ, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য প্রমুখ। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হেলাল উদ্দীন আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ উন্নয়নের পথে এগিয়ে যায়। দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশ নয় বিশে^র নেত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন ত্বরান্বিত হলেও বিএনপি বর্তমান সরকারের উন্নয়ন চোখে দেখে না। দেশি-বিদেশি সব ষড়যন্ত্র রুখে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হয়েছে, জনগণের থেকে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে স্বাধীনতাবিরোধী চেতনার ষড়যন্ত্রকারীরা।

তিনি বলেন আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরও যাবে। আওয়ামী লীগ সরকারের এই উন্নয়নের ধারা কেউ ঠেকাতে পারবে না।

আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, যার যার অবস্থান থেকে ভূমিকা রেখে ২৪ নভেম্বর যশোরে শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। তিনি বলেন খুনি আর সন্ত্রাসীদের কোনো ঠাঁয় এই বাংলার মাটিতে হবেনা, চক্রান্তকারি বিএনপির দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না। বিএনপি সব সময় মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে। তারা দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাতে চায়। তিনি বলেন তাদের এ মনের আশা কখনো পূরণ হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো দেশের ক্ষতি মেনে নিবে না।

বিএম মোজাম্মেল হক বলেছেন, আওয়ামী লীগে প্রতিহিংসার জায়গা নেই। আওয়ামী লীগ একটি সুসংগঠিত সংগঠন, এই সংগঠন প্রতিযোগিতাকে বিশ্বাস করে, প্রতিহিংসাকে নয়। তিনি বলেন বিএনপি শেখ হাসিনার উন্নয়নকে অস্বীকার করে বলে বাংলাদেশ পাকিস্তানের থেকেও খারাপ। তিনি বলেন ফকরুলের বাবা ঠাকুরগাঁওয়ের পিস কমিটির চেয়ারম্যান রুহুল আমিন আমাদের মা বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিত। তাইতে তিনি উন্নয়ন দেখেন না। ২৪ নভেম্বর জনসভা থেকে সকল মিথ্যাচারের জবাব দিতে হবে।

এদিকে মাত্র ৪৮ ঘন্টার নোটিসে এবং কোনো রকমের বাড়তি প্রচার প্রচারণা ছাড়াই অনুষ্ঠিত এই বর্ধিতসভা পরিণত হয়ে যায় বিশাল কর্মীসভায়। ৪টার পরে সভা শুরু হলেও দুপুর দুইটার মধ্যে মিলনায়তন পূর্ণ হয়ে পাশর্^বর্তী এলাকা, মুজিব সড়ক পূর্ণ হয়ে যায় নেতাকর্মির পদভারে। যশোরসহ নড়াইল, ঝিনাইদহ ও মাগুরার আওয়ামী লীগের শীর্ষনেতৃবৃন্দ এবং সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনিত সকল পর্যায়ের জনপ্রতিনিধি উপস্থিতিতে পরিণত হয় অন্যরকম মিলন মেলা। বিএনপির সমাবেশ থেকে নানা বিভ্রান্তিকর বক্তব্যে কিছুটা হতাশ থাকলেও নেতাকর্মী প্রাণচাঞ্চল্য হয়ে যায়।

বর্ধিতসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এমপি বলেছেন ১০ ডিসেম্বরের পরে বেগম জিয়ার কথায় নয় ২৪ নভেম্বরের পরে ছাত্রলীগ যুবলীগের কথায় চলবে বিএনপি।

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন আমাদের সব অর্জনকে মিথ্যা প্রমাণে নানা মুখি চক্রান্ত ছলছে । ২৪ নভেম্বরের জনসভার মধ্যদিয়ে প্রমান করেদেব বিএনপিকে মোকাবেলায় যশোরই যথেষ্ট।

সংসদ সদস্য আলহাজ আফিল উদ্দিন বলেছেন, ২০০১ সালে বিএনপি জামায়াতের অপশাসন আমরা কেউ ভুলতে পারবোনা। সে সময় আমার কর্মীদের উপর নির্যাতন আজও মনে আছে। তিনি বলেন সকল দ্বিধা ভুলে ২৪ নভেম্বর থেকে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকতে হবে।

সংসদ সদস্য মেজর জেনারেল (অব)ডা. নাসির উদ্দিন বলেছেন ২৪ নভেম্বরের জনসভা জনসমুদ্রে পরিণত করতে হবে। ঐ সমাবেশের মাধ্যমে বিএনপিকে পালিয়ে যেতে বাধ্য করবো।

সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে ২৪ নভেম্বরের সমাবেশ করে দেখিয়ে দিতে চায় এই মাটি শেখ হাসিনার ঘাঁটি, আওয়ামী লীগের ঘাঁটি।

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বলেন ২৪ নভেম্বর যশোরের সমাবেশ নেতাকর্মীর উপস্থিতিতে তা জনসমুদ্রে পরিণত হয়ে যাবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।